
ওয়াগনার যোদ্ধাসহ সব ভাড়াটে বাহিনীকে রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন তিনি। এর মধ্যদিয়ে পুতিন ভাড়াটে বাহিনীর পুরো নিয়ন্ত্রণ চান বলে মত বিশ্লেষকদের।
বুধবার রাশিয়ার মস্কোর কাছে বিমান দুর্ঘটনায় তিন ক্রুসহ ১০ জন নিহত হন। যাত্রীতালিকায় ছিলো ওয়াগনার প্রধান প্রিগোজিনের নামও। তার মৃত্যুর পর ওয়াগনার বাহিনী এখন কার্যত নেতৃত্বশূন্য।
প্রিগোজিনের মৃত্যুর ২ দিন পর শুক্রবার ডিক্রি জারি করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যা সাথে সাথেই কার্যকর হয়। ডিক্রি অনুসারে, ওয়াগনার বাহিনীসহ অন্যান্য ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠানকে রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিতে হবে।
সেই সাথে বলা হয়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে যারা সেনাবাহিনীর হয়ে কাজ করছেন বা সহায়তা করছেন, ডিক্রিটি তাদের জন্যও প্রযোজ্য হবে।
বিশ্লেষকদের মতে, ওয়াগনার বিদ্রোহের পর পুতিনের এ ডিক্রি তার কর্তৃত্ব পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ। লন্ডন থিঙ্ক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের নাতিয়া সেসকুরিয়ার মতে, ডিক্রির মাধ্যমে ভাড়াটে বাহিনীকে নিজের নিয়ন্ত্রণে নিতে চান পুতিন। সেইসাথে ভাড়াটে বাহিনীর কারণে ভবিষ্যতে কোনো সংকটের মুখে পড়তে না হয়, তাও নিশ্চিত করতে চান তিনি।
এই বিশ্লেষকের বিশ্বাস, প্রিগোজিনের এমন অনেক সমর্থক রয়েছে যারা এ ডিক্রি মানবে না। ফলে ডিক্রি স্বল্পমেয়াদে কার্যকর হতে যাচ্ছে। আর দীর্ঘমেয়াদে পুতিনের জন্য সমস্যা তৈরি করতে পারে বলেও মত সেসকুরিয়ার।
এদিকে, ডিক্রিতে ওয়াগনার যোদ্ধাদের সামরিক বাহিনীর কমান্ডার ও জ্যেষ্ঠ নেতাদের আদেশ মানার বাধ্যবাধকতার কথা উল্লেখ রয়েছে। যা যোদ্ধাদের স্পষ্ট বার্তা দেবে বলে মত বিশ্লেষকদের।