
মুক্ত জানালা ডেস্ক
মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের জন্য নিয়মিতই যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। এরই ধারাবাহিকতায় এবার অ্যাপটির মাধ্যমে হাই ডেফিনিশন বা এইচডি মানের ছবি পাঠানোর সুবিধা নিয়ে এসেছে মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, সাধারণত হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠানোর সময় এর মান বজায় থাকে না। তবে ব্যবহারকারীদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের আইওএস বেটা সংস্করণ ২৩.১১.০.৭৬ ও অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৩.১২.১৩-এ নতুন এই সুবিধাটি দেখা গেছে।
ছবি পাঠানোর সময় এইচডি নামের নতুন একটি অপশন দেখতে পাবেন ব্যবহারকারীরা। অপশনটি নির্বাচন করে দিলেই ছবি এইচডি কোয়ালিটিতে শেয়ার হবে।
শিগগিরই নতুন এই সুবিধা সকল ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
এদিকে, অ্যান্ড্রয়েডের পর এবার আইফোনেও একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪টি ফোনে চালানোর সুবিধা চালু করেছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা চালু হলে সর্বোচ্চ তিনটি আইফোনকে সেকেন্ডারি ফোন হিসেবে যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।
ফলে আলাদাভাবে চারটি আইফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।