বছর ঘুরে আবার আসছে শীত। শীতকালে খাবার-দাবার থেকে শুরু করে পোশাক-আশাকে বাড়তি যত্ন নিতে হয়। তবে শুধু পোশাক পরলেই হয় না, সব পোশাক পরে তো আর সব জায়গায় যাওয়া না। ফ্যাশনের সঙ্গে খেয়াল রাখতে হয় আরামদায়ক ব্যাপারটাও।

তেমনই অতীতের কিছু আরামদায়ক আর স্টাইলিশ বটমওয়্যার একুশ শতকে আবার ফিরে এসেছে তরুণ ফ্যাশনপ্রেমীদের হাত ধরে। এজন্য কালোত্তীর্ণ ওয়াইড লেগ থেকে শুরু করে কার্গো কিংবা পেপারব্যাগ প্যান্টের নাম সবার আগে রাখতেই হয়।

তাই আগামী কয়েক মাসের আউটফিটের তালিকায় কয়েকটি প্যান্ট রেখে এগিয়ে থাকুন সবার চেয়ে।

কার্গো প্যান্ট
কার্গো প্যান্টের আসল বৈশিষ্ট্যই হলো এর বড় বড় পকেট, যা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিজাইন করা হয়েছিল ব্রিটিশ বাহিনীর ফিল্ড ড্রেসিং, মানচিত্র ও অন্যান্য আইটেম রাখার জন্য। তবে নব্বইয়ের দশকে কার্গো প্যান্ট পরার একটা ট্রেন্ড শুরু হয় স্টাইল হিসেবে।

girl in street style clothes
Photo by Wan Mohammad Aliff on Pexels.com

একুশ শতকে এখন সেটা আবার ফিরে এসেছে বলা যায় জেন-জিদের হাত ধরে। তাই ছেলে–মেয়ে নির্বিশেষে হালের ফ্যাশনে কার্গো প্যান্ট পরার একটা প্রবণতা দেখা যাচ্ছে। বেশ একটা কুল লুক দেয় এই স্টাইলিশ বটম।

নাতিশীতোষ্ণ আবহাওয়ায় তাই চোখ বন্ধ করে কার্গো প্যান্ট বেছে নেওয়া যায়। কটন, গ্যাবার্ডিন ছাড়াও এখন ডেনিমের কার্গো প্যান্টও তরুণদের পছন্দ। ফ্যাশন আইকন বেলা হাদিদ, জেন্ডায়া, এমনকি কিম কার্ডাশিয়ানের মতো তারকাদের এই প্যান্ট পরতে দেখা গেছে।

ওয়াইড লেগড প্যান্ট
একুশ শতকের ফ্যাশনে এখন ভীষণভাবে জনপ্রিয় ওয়াইড লেগড প্যান্ট। কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে থাকা বটমই মূলত ‘ওয়াইড লেগড প্যান্ট’ নামে পরিচিত। মজার বিষয় হলো, এই প্যান্ট যেকোনো উচ্চতার মানুষকেই মানাবে।

মিটিং, ইভেন্ট, এমনকি কর্মক্ষেত্রেও কিছুটা ফরমাল লুক দিতে পারে স্টাইলিশ এই প্যান্ট। নানা ধরনের ফেব্রিকের ওয়াইড প্যান্ট ট্রেন্ডে চললেও সবচেয়ে বেশি পছন্দ করছেন সবাই ওয়াইড লেগড জিনস।

woman in wide pants
Photo by Yonatan Gonzalez on Pexels.com

চওড়া জিনসের সঙ্গে কী পরতে হবে, সে নিয়ে অনেকেই একটু দ্বিধায় থাকেন। ওয়াইড লেগ প্যান্ট কেনার ক্ষেত্রে প্রথমে শুরু করা যেতে পারে কালো, নুড কিংবা সাদা রং দিয়ে।

ওয়াইড প্যান্ট বা জিনসের সঙ্গে পরিপূর্ণ লুক নিশ্চিত করতে সঠিক ফিট খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে বিষয়গুলোর দিকে বেশি নজর দিতে হবে, তা হলো বটমের দৈর্ঘ্য ও কোমর।

পেপার ব্যাগ প্যান্ট
আরামদায়ক পেপার ব্যাগ ট্রাউজার্স বা প্যান্ট বেশ জনপ্রিয় ছিলো আশির দশকে। সুতি থেকে শুরু করে বিলাসবহুল সিল্ক, উল—সব ধরনের ফেব্রিকেই তৈরি হতো এই স্টাইলিশ বটমওয়্যার।

ফ্যাশনপ্রেমীদের কাছে এখন আবারও ফিরে এসেছে এই প্যান্ট। তবে বৈশিষ্ট্য একই। হাই ওয়েস্ট এই প্যান্টের বিশেষ আকর্ষণ আর সুবিধা হলো এর কোমরের বেল্ট স্টাইলের ফিতে, যা বেঁধে রাখা যায় প্রয়োজন অনুসারে।

stylish young woman with jacket in trendy outfit
Photo by Jeff Denlea on Pexels.com

প্যান্টের ওপরে থাকা অতিরিক্ত ফেব্রিক কোমরের চারপাশে জড়ো হয় , যা বেশ স্টাইলিশ একটা লুক দেয়। পেপার ব্যাগ প্যান্টগুলো ডেনিম, লিনেন আর কটনের মতো ফেব্রিকে তৈরি হয় এখন বেশি। এটি বেশ আরামদায়কও।

ক্যাজুয়াল লুক তৈরি করতে পেপার ব্যাগ প্যান্টের সঙ্গে ব্লেজারের নিচে একটি সাদা বাটন-ডাউন শার্ট পরা যেতে পারে। আর পায়ে পরার জন্য এর সঙ্গে হাই হিল বা লোফার ভালো লাগবে।

বিজনেস লুক না চাইলে প্যান্টের সঙ্গে ক্রপ টপের সঙ্গে বেছে নেওয়া যেতে পারে ডেনিম জ্যাকেট বা ক্রপড ব্লেজার। আবার আসন্ন শীতে সোয়েটার দিয়ে টাক ইন করে পরা যেতে পারে এই প্যান্ট। স্লিম পুলওভার সোয়েটার কিংবা টার্টলনেক সোয়েটারও পেপার ব্যাগ প্যান্টের সঙ্গে বেশ মানায়।

লেখা : হাল ফ্যাশন অবলম্বনে

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *