
মুক্ত জানালা ডেস্ক
ভিডিও ব্লগিং সাইটগুলোর মধ্যে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ইউটিউব। প্রতিদিন সারা বিশ্বে কোটি কোটি মিনিট ইউটিউব ভিডিও দেখা হয়। মনিটাইজের মাধ্যমে সেসব চ্যানেলের মালিকেরা লাখ-লাখ ডলার আয়ও করেন। এ কারণে আয়ের উৎস হিসেবে যদি একটি ইউটিউব চ্যানেল চালাতে চান তাহলে আপনার সিদ্ধান্তটি অবশ্যই যৌক্তিক।
ইউটিউবের মাধ্যমে আয় করতে হলে নির্মাতাদের প্ল্যাটফর্মটির নীতিমালার কিছু শর্ত পূরণ করতে হয়।
এবার এই শর্তগুলো আগের চেয়ে সহজ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। ফলে নতুন কনটেন্ট নির্মাতারা আগের চেয়ে সহজে আয় শুরু করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবে নিজের চ্যানেল মনেটাইজড বা আয়ের উপযোগী করতে হলে এখন থেকে চ্যানেলে মোট ৫০০ সাবস্ক্রাইবার ও ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম থাকতে হবে।
ওয়াচটাইম হলো চ্যানেলের ভিডিওগুলো মোট কত সময় ধরে দেখা হয়েছে। ওয়াচটাইমের বদলে ইউটিউব শর্টসে ৩০ লাখ ভিউ থাকলেও চ্যানেল মনেটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন নির্মাতারা।
এছাড়া বিগত ৯০ দিনের মধ্যে অন্তত ৩টি পাবলিক ভিডিও থাকতে হবে।
আগে ইউটিউব চ্যানেল থেকে আয় করতে হলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম প্রয়োজন ছিল।
ওয়াচটাইম কম থাকলে ইউটিউব শর্টসে থাকতে হতো মোট ১ কোটি ভিউ।
নীতিমালায় এই পরিবর্তনের ফলে নির্মাতাদের জন্য টিপিং টুল, সাবস্ক্রিপশন টুল ও ইউটিউবে কেনাকাটার সুবিধাসহ বিভিন্ন টুল চালু হবে।
নতুন এই নীতিমালা আপাতত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার নির্মাতাদের জন্য প্রযোজ্য হবে।
পরবর্তীতে ইউটিউব পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত দেশগুলোর নির্মাতাদের জন্য নতুন এই নীতিমালা চালু করা হবে।