সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রে এমন ঘটনা এই প্রথম। এর আগে আর কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হতে হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে আত্মসমর্পণ করেন। সেখােন তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর অংশ হিসেবে তার আঙলের ছাপো নেওয়ার কথা রয়েছে।
সিএনএন জানায়, এর পর ডোনাল্ড ট্রাম্পকে আদালতে হাজির করা হবে। এটি হবে সংক্ষিপ্ত এবং অনেকটাই আনুষ্ঠানিক। কিন্তু এটিই যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়ার যথেষ্ট। তবে গ্রেপ্তার হলেও তাকে হাতকড়া বা এমন কিছু পরতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর আগের মতো নিরাপত্তা পাবেন তিনি।
প্রসঙ্গত, সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করেন। তবে অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প।
এই অভিযোগে মঙ্গলবার দুপুরে ম্যানহ্যাটনের আদালতে বিচারপতি জুয়ান মারচেনের সামনে হাজির হওয়ার কথা আগে থেকেই ছিল ট্রাম্পের। অবশ্য তিনি হাল ছাড়েননি। নিউইয়র্কে পৌঁছানোর পরই ট্রাম্প তাঁর সামাজিকমাধ্যম ট্রুথ্-এ দেওয়া এক বার্তায় মেক আমেরিকা গ্রেট এগেইন করার আহ্বান জানান। এ ছাড়া তাঁর প্রচারে সমর্থন জানানোর জন্য আহ্বান করেন।