বরফে ঢাকা পরিবেশ বাড়ায় জীবনী শক্তি। দূরে রাখে মাদক থেকেও। যুক্তরাজ্য ও পোল্যান্ডে চালানো গবেষণায় মিলেছে এসব তথ্য। এর আগে সবুজে ঢাকা বা জলজ পরিবেশে এমন গবেষণা চালানো হলেও, শীতল পরিবেশের ফল অনেক বেশি ইতিবাচক।

চোখের সীমানাজুড়ে শুভ্র বরফ মনজুড়াবে যে কারোরই। তবে, শুধু মন আর দৃষ্টিই নয় এমন পরিবেশ স্বাস্থ্যের জন্যও উপকারী বলছেন যুক্তরাজ্য ও পোল্যান্ডের একদল গবেষক। সম্প্রতি তাদের এই গবেষণা প্রকাশ করা হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ জার্নালে।

শীতল পরিবেশ জীবনি শক্তি বাড়াতে কিংবা নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে সহায়তা করে বলে জানান গবেষক ভিরেন স্বামী। এছাড়া দৈনন্দিন জীবনের দুশ্চিন্তা ও চাপ থাকায়, মুক্ত পরিবেশে মানুষ শারিরীক ও মানসিকভাবে ভালো বোধ করে বলে জানান তিনি।

সামাজিক মনোবিজ্ঞান বিভাগ অধ্যাপক ভিরেন স্বামী বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে প্রকৃতির সংস্পর্শে থাকা ব্যক্তির শরীরে ইতিবাচক পরিবর্তন এসেছে। এমনকি অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এই ফল দেখা গেছে। তুষারপাতের সময়, পরিবেশ ও আলো সবই দেহের জন্য উপকারী।

৮৭ জন নারীর ওপর এই গবেষণা চালিয়েছেন ভিরেন এবং পোল্যান্ডের মেডিকেল ইউনিভার্সিটি অফ সাইলেসিয়ার বিজ্ঞানীরা। বরফাচ্ছন্ন পরিবেশে পাঠানোর আগে তাদের দিতে হয়েছে কিছু প্রশ্নের উত্তর। যার সবই চিকিৎসাবিজ্ঞান বিষয়ক।

অধ্যাপক ভিরেন স্বামী আরও বলেন, আমরা যে বিষয়গুলিতে আগ্রহী তার মধ্যে একটি হল বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ একই রকমের প্রভাব বিস্তার করে কিনা। যদিও আগের একটি গবেষণা দেখেছি যে নীল স্থান, বা জলের দৃশ্য সবুজ স্থানের চেয়ে বেশি কার্যকর।

এ নিয়ে বিস্তর গবেষণা চালাতে চান গবেষকরা।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *