আমাদের প্রাত্যহিক জীবনে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। ইন্টারনেট সংযোগ না থাকলে এ বার্তা মাধ্যম প্রায় অচল। তবে কিছু টেকনিক অনুসরণে করে এবার অফলাইনে থেকেও হোয়াটঅ্যাপে করতে পারবেন চ্যাট।

  • এজন্য আপনার হোয়াটসঅ্যাপে ডিফল্ট নোটিফিকেশনে যে মেসেজ আসে, সেটি অন থাকতে হবে। সাধারণত অধিকংশ অ্যান্ড্রয়েড ফোনে এ ধরনের নোটিফিকেশনের পাশে ছোট তীর চিহ্ন দেখা যায়।
  • এ তীর চিহ্নে স্পর্শ করলেই রিপ্লাইয়ের অপশন পাওয়া যাবে। এবার রিপ্লাই অপশনে ক্লিক করলেই সরাসরি মেসেজ চলে যাবে।

এ ফিচারের বাড়তি সুবিধা হচ্ছে এতে ব্যবহারকারী একবারও অনলাইন হবেন না, লাস্ট ‘সিনও’ পরিবর্তন হবে না। এ ছাড়া একই সুবিধা অন্যভাবেও পাওয়া যাবে।

এভাবে অনলাইন না হয়েও মেসেজ পাঠানো যাবে। লাস্ট সিনও একই থাকবে।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *