মুক্ত জানালা ডেস্ক

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। এতদিন এটির ব্যবহারকারীরা টেক্সট ও অডিও বার্তা পাঠাতে পারতেন। তবে এবার ভিডিও বার্তা আদান-প্রদানের সুবিধাও চালু করেছে মেটা মালিকাধীন এই অ্যাপটি।

একটি ভিডিও মেসেজ পাঠাতে ব্যবহারকারীকে রেকর্ড বোতামটি আলতো চেপে ধরে রাখতে হবে। তবে চেপে ধরে রাখতে না চাইলে রেকর্ড বাটনটি চেপে ওপরের দিকে টেনে দিতে হবে। ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে শব্দ ছাড়া চালু হবে।

নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা চ্যাটে ছোট ছোট ভিডিও মেসেজ পাঠাতে পারবেন। ভিডিওগুলো সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারবে, এবং এগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবে।

ভিডিও মেসেজিংয়ের এই সুবিধা স্ন্যাপচ্যাট ও টেলিগ্রাম অ্যাপেও রয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, একটি ভিডিও মেসেজ পাঠাতে ব্যবহারকারীকে রেকর্ড বোতামটি আলতো চেপে ধরে রাখতে হবে। তবে চেপে ধরে রাখতে না চাইলে রেকর্ড বাটনটি চেপে ওপরের দিকে টেনে দিতে হবে। ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে শব্দ ছাড়া চালু হবে। তাই হঠাৎ করে ভিডিও মেসেজ চালু হলে কেউ চমকে উঠবেন না।

এদিকে, হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে লগইন করতে কিউআর কোডের বদলে ফোন নম্বর ব্যবহারের সুবিধা আনছে মেটা।

ডুব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণ ২.২৩.১৪.১৮– এ ফোন নম্বর ব্যবহার করে ওয়েবে সংস্করণে লগইন করা যাবে।

আগে শুধু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অ্যাকাউন্ট লিঙ্ক করা যেত। শিগগিরই সবার জন্য এই সুবিধা আনা হবে।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *