মুক্ত জানালা ডেস্ক
স্প্যাম কল রোধে এবং প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে দুটি নতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। ফিচার দুটি যথাক্রমে ‘সাইলেন্স আননোন কলারস’ এবং ‘প্রাইভেসি চেকআপ’।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘সাইলেন্স আননোন কলারস’ নামের প্রথম ফিচারটি কন্ট্যাক্ট লিস্টে নেই এমন নম্বর থেকে আসা কলগুলোর রিংটোন স্বয়ংক্রিয়ভাবে বাজতে দেবে না৷ তবে কল আসার তথ্য পরবর্তীতে দেখতে পাবেন ব্যবহারকারীরা।
‘প্রাইভেসি চেকআপ’ নামের আরেকটি ফিচার গোপনীয়তা সম্পর্কিত সেটিংস পর্যালোচনা এবং আরও উন্নত করবে। নতুন ফিচারের মাধ্যমে মেসেজ, কল ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও ভালোভাবে রক্ষা করা যাবে।
এদিকে, হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ভিডিও মেসেজিংয়ের সুবিধা। এ সুবিধা চালু হলে অ্যাপটির মাধ্যমে ভিডিও বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ও অ্যান্ড্রয়েড— দুই অপারেটিং সিস্টেমেই শিগগিরই চালু হবে এই সুবিধা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজবটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার মাধ্যমে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও মেসেজ পাঠানো যাবে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ২.২৩.৮.১৯ ও আইওএসের ২৩.৬.০.৭৩ বেটা সংস্করণ ব্যবহারকারীরা এই সুবিধা পরখের সুযোগ পাচ্ছেন। বর্তমানে চালু থাকা ভয়েস মেসেজের সুবিধার মতো করেই পাঠানো যাবে ভিডিও মেসেজ।