পরনে নাইটি। ঘুম থেকে উঠেই যে ছবিটি তুলেছেন ওপার বাংলার নায়িকা, তা তার ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা যাচ্ছিল। ঘুম থেকেই উঠেই আদুরে মেজাজে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শ্রাবন্তীর সমাজমাধ্যমে ঘাঁটলে দেখা যায় কখনও তিনি ঘুরতে যাচ্ছেন বিদেশে। কখনও আবার প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে বৃহস্পতিবার যে এমন নতুন চমক আসবে, সেটা হয়তো অনেকেই আশা করেননি।

চট্টোপাধ্যায় পরিবারে এল নতুন সদস্য। জীবনের নতুন সদস্যকে প্রকাশ্যে আনলেন নায়িকা নিজেই। যদিও এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে উৎসাহী নন অভিনেত্রী। তবে নতুন সদস্যকে পেয়ে যে খুবই খুশি তিনি তা বোঝা যাচ্ছে তাঁর ছবিতেই।

শ্রাবন্তী এমনিতেই পোষ্যপ্রেমী। তার বাড়িতে এত দিন তিনটি পোষ্য ছিল। এবার যুক্ত হল আরও এক জন।

নায়িকার কোলে তার নতুন সদস্যকে দেখে খুশি ইন্ডাস্ট্রির অনেকেই। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকেই মন্তব্য করেছেন। শ্রাবন্তী আদুরে ছবি পোস্ট করে লিখেছেন, ‌’আমার রূপকথার গল্পের পরিবারে তোমায় স্বাগত।’

মিমি, শুভশ্রীরাও সমান উত্তেজিত। মিমির প্রশ্ন, তার নতুন সন্তানের কী নাম রেখেছেন নায়িকা? তার এই নতুন সদস্যের নাম ‘রোজ’।

srabanti
টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি ক্রেডিট : শ্রাবন্তীর ভেরিফায়েড ফেসবুক পেজের সৌজন্যে

তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে আপাতত ছেলে, বন্ধু এবং পোষ্যদের নিয়ে নিজের সংসার গোছাচ্ছেন শ্রাবন্তী।

লেখা : আনন্দবাজার অবলম্বনে

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *