মুক্ত জানালা ডেস্ক

প্রযুক্তির যুগে স্মার্টফোন বা মোবাইল ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল হাতে নিই আমরা। আবার রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত শেষ সঙ্গী যেন মোবাইল। দিনের এই দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে মাঝে মাঝে গরম হয়ে যায় এটি। সাধারণত স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজের সময় দীর্ঘ হলে হ্যান্ডসেট গরম হয়ে যায়। এছাড়া আরও বেশ কিছু কারণ রয়েছে মোবাইল গরম হওয়ায়।

দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারে এটা একটু গরম হতে পারে। এটা স্বাভাবিক। কিন্তু অনেকক্ষণ ধরে অনেক বেশি গরম হয়ে থাকা স্বাভাবিক নয়।

কয়েকটি নিয়ম মানলে ফোন আর গরম হবে না। তাই মোবাইল ঠান্ডা রেখে নিশ্চন্তে ব্যবহার করতে নিচের নিয়মগুলো অনুসরণ করতে পারেন।

কেন গরম হয় মোবাইল

silver samsung smartphone
Photo by MOHI SYED on Pexels.com

যেভাবে ঠান্ডা রাখবেন

  • স্মার্টফোন গরম হওয়ার প্রধানতম কারণ প্রসেসর ধীরগতির হলে। যখন র‍্যামের পরিমাণ কমে আসে তখন ফোনের প্রসেসর ধীরে কাজ করে। তাই র‍্যামের লিমিট পরিমাণ স্পেস রাখতে হবে।
  • নিয়মিত জাঙ্ক ফাইল অপসারণ করতে হবে। তা না হলে ফোনের গতি কমে যায়। ফলে ফোনটি গরম হয়ে যায়। এ কারণে ফোনের জাঙ্ক ফাইল নিয়মিত ডিলিট করতে হবে।
  • বেশি সংখ্যক ট্যাব খুলে রাখলে ফোন গরম হয়ে যায়। বিশেষ করে র‍্যাম কম থাকলে সমস্যা প্রকট হয়। স্মার্টফোন ব্যবহারে রিসেন্ট ট্যাব সংখ্যা কমাতে হবে।
  • কম র‍্যামের ফোনে হাই কনফিগারেশন অ্যাপ ব্যবহার করা স্মার্টফোন গরম হওয়ার বড় কারণ। বিশেষ করে পাবজি, ফ্রি ফায়ার-হাই কনফিগারেশনের অ্যাপ ব্যবহারে ফোন গরম হয়। হাই কনফিগার অ্যাপ ইন্সটল না করাই শ্রেয়।
  • গরম বা সূর্যালোক থেকে দূরে রাখুন। ফোনটি শুষ্ক ও শীতল জায়গায় রাখুন। ফোন কখনোই ফ্রিজার বা রেফ্রিজারেটরে রাখা যাবে না।
  • জোরে বাতাস বইছে এমন জায়গায় ফোন রাখলে দ্রুত ঠান্ডা হবে। ফ্যানের নিচে রাখতে পারেন। আবার হ্যান্ড ব্লোয়ার দিয়েও বাতাস দিতে পারেন।
  • অন্য যন্ত্র থেকে ফোন দূরে রাখুন। সব যন্ত্রই গরম হতে পারে এবং গরম বাতাস ছাড়তে পারে। তাই ফোন, ট্যাব বা ল্যাপটপ এক ব্যাগে রাখা উচিত নয়।
  • ফোনের খাপ খুলে ফেলুন। গরম হয়ে ওঠা ফোনের কভার বা খাপ হলো ফাঁদের মতো। যদি দেখেন ফোন গরম হয়ে উঠছে, খাপের ওপর থেকেও তা বোঝা যাচ্ছে, তবে দ্রুত খাপ খুলে ফেলতে হবে। ফোন স্বাভাবিক তাপমাত্রায় ফিরে না আসা পর্যন্ত খাপ পরানো যাবে না।
  • ফোন বন্ধ রাখুন। বেশি গরম হয়ে গেলে ফোন ঠান্ডা করার সময় এটি বন্ধ করে দেওয়া ভালো।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *