প্রযুক্তির কল্যাণে আমাদের প্রত্যেকের হাতে হাতেই এখন মোবাইল ফোন। দৈনন্দিন জীবনে একটি মুহূর্তও যেন মোবাইল ছাড়া আমরা কল্পনা করতে পারি না।

একটি মোবাইল কতদিন ব্যবহার করা হয়েছে, সেটা কি জানা সম্ভব। অবশ্যই সম্ভব। শুধু এটাই নয় জানতে পারেন সে মোবাইলটি সম্পর্কিত আরও অনেক তথ্য।

এজন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *#06# ডায়াল করে ফোনের IMEI বের করে নিন। IMEI নাম্বারের উপরে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রেখে নাম্বারটি কপি করে নিন।

এবার এই ওয়েবসাইটিতে (https://www.imei.info/) যান। এখানে গিয়ে কপি করে রাখা নাম্বারটি পেস্ট করে দিন। তারপর imei নাম্বার ইনপুট দিয়ে চেক এ ক্লিক করলে করলে মোবাইলটি কবে কেনা হয়েছে বা কবে থেকে ব্যবহার করা হচ্ছে তা দেখতে পারবেন। সাথে সাথে পেতে পারেন আরো প্রয়োজনীয় অনেক তথ্য।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *