নাসার ক্যামেরার ধরা পড়ল মঙ্গলগ্রহের অদ্ভুত এক নতুন রূপ। যেখানে গ্রহটির মাটিতে হাস্যময় মুখের একটি টেডি বিয়ার খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ক্যামেরার দিকে তাকিয়ে যেন হাসছে টেডি বিয়ারটি।

নাসার অরবিটার ক্যামেরায় দেখা গিয়েছে লাল গ্রহের এই হাসি মুখ। মঙ্গলের মাটিতে এমনভাবে কিছু গর্ত তৈরি হয়েছে, যা টেডি বিয়ারের হাসি মুখের আকার ধারণ করেছে। গত ২৫ জানুয়ারি ইউনিভার্সিটি অফ আরিজোনা ছবিটি প্রকাশ করেছে।

ছবিতে দেখা যায়, প্রায় সমান আকারের দুটি গোল গর্ত। সেগুলো টেডি বিয়ারের চোখের আকার ধারণ করেছে। সেই সঙ্গে নাকের জায়গায় রয়েছে আবছা গোল চিহ্ন। তার ঠিক নিচে বাঁকা গোল গর্ত ভালুকের হাসি মুখের আকৃতি নিয়েছে।

নাসা ছবিটির ব্যাখ্যায় জানায়, মঙ্গলের মাটিতে ভি আকৃতির একটি পবর্ত রয়েছে। সেই পর্বতের খাঁজ ভালুকের নাকের আকার নিয়েছে। এছাড়া, দুটি বড় বড় গর্ত পাশাপাশি ভালুকটির চোখ তৈরি করেছে। মঙ্গলের মাটিতে রয়েছে একটি ভাঙাচোরা বৃত্তাকার শিলা, যা ভালুকের মাথার আদল নিয়েছে।

মঙ্গলের কক্ষপথে প্রায় ২৫০ কিলোমিটার দূরত্বে ঘুরছে নাসার ক্যামেরা। বিজ্ঞানীদের অনুমান, নাকের আদলে যে পর্বতটির আভাস পাওয়া গিয়েছে, তা আগ্নেয়গিরি হতে পারে। আবার স্তরে স্তরে লাভা জমে গিয়েও ওই আকৃতি ধারণ করে থাকতে পারে।

বিজ্ঞানীদের মতে, মঙ্গলগ্রহে আগ্নেয়গিরির ক্রমাগত উদ্‌গীরণ, লাভার প্রবাহ এবং বাতাস মিলেমিশে মাটিতে মাঝেমধ্যে এমন আকার ধারণ করে। কক্ষপথ থেকে গ্রহের দিকে তাক করে রাখা নাসার ক্যামেরায় সেই আকার ধরা পড়ে প্রায়ই। মঙ্গল পরিক্রমাকারী অরবিটারের সাম্প্রতিক আবিষ্কার লাল গ্রহের টেডি বিয়ার।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *