বিশ্বকাপের সময় কাতারে লিওনেল মেসির থাকার রুমটিকে ছোট জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে কাতার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া, মেসিরা যেখানে থেকেছেন তার একটি ভিডিও প্রকাশ করেছে তারা।

৩৬ বছর পর বিশ্বকাপ নামের সোনার হরিণের দেখা পেয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে প্রথম ম্যাচে হেরে যাওয়া দলকে একাই টেনে নিয়ে গেছেন লিওনেল মেসি। নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। গড়েছেন অনন্য সব রেকর্ড।

বিশ্বকাপ মিশনের ২৯ দিন কাতার বিশ্ববিদ্যালয় হোস্টেলে ছিল আর্জেন্টিনা ফুটবল দল। এই ক্যাম্পাসে অনুশীলনের কাজও সেরেছে মেসি-মার্টিনেজরা।

ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির স্মৃতি ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কাতার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এলএমটেন যে রুমটিতে ছিলেন, সেটিকে ছোট জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। যা উন্মুক্ত করে দেয়া হবে জনসাধারণের জন্য।

এরইমধ্যে আর্জেন্টিনা পতাকার রং নীল-সাদা থিমে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। কক্ষগুলো সাজানো হয়েছে খেলোয়াড়দের জার্সির ছবি দিয়ে। প্রবেশপথে শোভা পাচ্ছে আর্জেন্টিনার পতাকা।

এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মেসিদের সাময়িক আবাসস্থলের একটি ভিডিও প্রকাশ করেছে যাতে ব্যবহার করা হয়েছে আর্জেন্টিনার বিখ্যাত একটি গান।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *