দল গঠন ও বেতন-ভাতায় সামঞ্জস্য আনতে নেইমারকে বিক্রি করতে চায় পিএসজি, খবর ছড়িয়েছে স্প্যানিশ গণমাধ্যমে। এদিকে, ফ্রেঞ্চ কাপে রাতে সাতোয়োঁর মুখোমুখি হবে পিএসজি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একই সময়ে এফএ কাপে এভারটনকে চ্যালেঞ্জ জানাবে ম্যান ইউনাইটেড।

মেসি ও এমবাপেকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে পিএসজি। বড় অঙ্কের বেতন দিয়ে হলেও এই দুই তারকাকে ধরে রাখতে চায় ফরাসি জায়ান্টরা। আর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারকে বিক্রির চিন্তার করছে ক্লাবটি। এমন খবর প্রকাশ করেছে গণমাধ্যম ফিচাহেস।

ব্রাজিলিয়ান তারকার সাথে এমবাপের শীতল সম্পর্কের কারণও মনে করছে অনেকেই। তবে, নেইমারকে পেতে খরচ করতে হবে ৫০ মিলিয়ন ইউরো। এতো উচ্চমূল্যে কেনার সামর্থ্য রয়েছে কেবল প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। এক্ষেত্রে এগিয়ে নিউক্যাসেল ইউনাইটেড। আগ্রহ দেখিয়েছে চেলসি ও ম্যান সিটিও।

এদিকে, ফ্রেঞ্চ কাপে সাতোয়োর বিপক্ষে নেইমারকে দলে রাখেননি কোচ গালতিয়ে। ইনজুরির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। ছুটিতে থাকায় পাওয়া যাচ্ছে না এমবাপে ও হাকিমিকে। অনুশীলনে ফিরলেও মাঠে নামানো হবে না বিশ্বকাপজয়ী তারকা মেসিকে।

পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ে বলেন, এই ম্যাচে খেলবে না মেসি। পরের ম্যাচে তার খেলা নিশ্চিত করতে চাই আমরা। নেইমারকে না খেলানোর চিন্তা আগে থেকেই ছিলো। বিশ্বকাপে সে গোড়ালিতে চোট পেয়েছে। দ্রুত ব্যথা সেরে উঠবে বলে আশা করছি।

ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের থার্ড রাউন্ডে এভারটনকে আতিথ্য দেবে ম্যান ইউনাইটেড। প্রিমিয়ার লিগে টানা চার জয়ে ছন্দে রয়েছে টেন হাগের দল। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে রেড ডেভিলরা। রাশফোর্ড, অ্যান্টনি, ফার্নান্দেজের সাম্প্রতিক ফর্ম ইউনাইটেডের ভরসা বাড়াচ্ছে।

ম্যান ইউনাইটেডের ম্যানেজার এরিক টেন হাগ বলেন, সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। আমাদের হাতে ভাল করার সুযোগ আছে। দলীয় পারফরমেন্সে মনোযোগ বাড়িয়ে ভাল করাই লক্ষ্য।

দুই দলের শেষ পাঁচ দেখায় দুই জয়ের সাথে রয়েছে দুই ড্র ও এক হার। তবে ঘরের মাঠ আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে ম্যান ইউনাইটেড।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *