
গান দিয়ে আবারো দুনিয়া মাতালেন পপ তারকা শাকিরা। ইউটিউবে প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার গানের ছাড়িয়ে গেছে সাড়ে ৬ কোটি ভিউ। এবারের গানে প্রাধান্য পেয়েছে সম্পর্ক ভাঙার সুর।
কলাম্বিয়ান পপ তারকা শাকিরা আর সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের প্রেমের শুরু ২০১০ সালে। সে বছর ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য নির্মিত ওয়াকা ওয়াকা গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় তাঁদের পরিচয়।
দীর্ঘ ১১ বছর একসঙ্গে থাকার পর ২০২২ সালের জুনে বিচ্ছেদ হয় জেরার্ড এবং শাকিরার। প্রতারণার অভিযোগে সম্পর্ক ছিন্ন করেন শাকিরা।
তবে বিচ্ছেদের ক্ষত এখনো যে তাজা রয়েছে, নতুন গানে তারই প্রমাণ দিলেন শাকিরা। নতুন গানে অবলীলায় তুলে ধরলেন সাবেক প্রেমিকের প্রতি রাগ-ক্ষোভ। যেখানে শাকিরা নিজেকে ওল্ড ব্র্যান্ড ক্যাসিও ও রেনোর সঙ্গে তুলনা করেছেন।
গানে জীবনযুদ্ধ চালিয়ে যাওয়ার আত্মপ্রত্যয় তুলে ধরেছেন শাকিরা। তার কণ্ঠে শোনা যায়, ‘তুমি ভেবেছিলে তুমি আমাকে আঘাত করবে, কিন্তু আমি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছি। নারীরা আর কাঁদে না।’