চীনের সরকারি এক প্রখ্যাত বিজ্ঞানী বলেছেন, দেশের ৮০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া আগামী কয়েক মাস পর করোনার বড় আরেকটি ঢেউ দেখা যাবে। খবর আলজাজিরার।

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারি বিশেষজ্ঞ উও জুনিউ শনিবার বলেছেন, চলমান লুনার নিউ ইয়ারের ছুটিতে মানুষের ব্যাপকভাবে চলাচলের কারণে মহামারি ছড়িয়ে পড়তে পারে। কিছু এলাকায় সংক্রমণ বাড়াবে। তবে করোনার দ্বিতীয় ঢেউ আগামী দুই তিন মাসের মধ্যেও দেখা যাবে না।

চীনের স্থানীয় সামাজিক মাধ্যম ওয়েবোতে তিনি বলেন, কয়েক মাসের মধ্যে দ্বিতীয় ঢেউ আসবে না, কারণ মহামারির চলমান ঢেউটি প্রধানত ওমিক্রনের একাধিক উপধরনের মাধ্যমে হচ্ছে। যার মাধ্যমে ইতোমধ্যে জনসংখ্যার ৮০ শতাংশ সংক্রমিত হয়েছে।

এই মহামারি বিশেষজ্ঞের এ বক্তব্য এমন সময় এলো যখন দেশটিতে লাখ লাখ মানুষ নতুন বছরের ছুটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। এর আগে দেশটি শূন্য কোভিড নীতি থেকে সরে আসে এবং কঠোর বিধিনিষেধ তুলে নেয়।

ধারণা করা হচ্ছে, চলতি ছুটিতে প্রায় পাঁচ বিলিয়ন যাত্রী দেশটির বিভিন্ন স্থানে যাতায়াত করবে। এতে অপ্রতুল চিকিৎসা সুবিধা থাকা গ্রামে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার শঙ্কা তৈরি করেছে।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *