মুক্ত জানালা ডেস্ক

প্রযুক্তিনির্ভর আমাদের দৈনন্দিন জীবনে তথ্য খোঁজার নির্ভরযোগ্য মাধ্যম গুগল। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন এবার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট। এটি ব্যবহার করে জানা যাবে স্থাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ।

গুগল নিজস্ব নতুন একটি এআই চ্যাটবট পরীক্ষা-নিরীক্ষা করছে। গুগল মেড-পাম২ নামের এই চ্যাটবটটি বৃহৎ ভাষা মডেল পাম ২-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

চ্যাটবটটি স্বাস্থ্য-সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কোনো নথির সংক্ষেপণ এবং গবেষণার ডেটা গোছাতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মেড-পাম২কে মেডিকেল লাইসেন্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তরের একটি বড় ডেটাসেট দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

চ্যাটবটটি পুরোপুরি নির্ভুল না হলেও বেশ সম্ভাবনাময়। উদাহরণস্বরূপ, এটি এমন কিছু উত্তর দিয়েছে যা চিকিৎসকের দেওয়া উত্তরের থেকেও বেশি পছন্দ করা হয়েছিল।

ওপেনএআই-এর চ্যাটজিপিটির ওপর ভিত্তি করে অনুরূপ এআই চ্যাট প্রযুক্তি তৈরি করছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট।

গুগল ও মাইক্রোসফট দুটি প্রতিষ্ঠানই রোগীর তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল আশা করছে, যেসব দেশে ডাক্তারদের কাছে যাওয়ার সুযোগ কম, সেসব দেশে মেড-পাম২ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *