করোনাকাল কাটিয়ে ক্রীড়াঙ্গন বর্ণিল ছিল ২০২২ সালে। ফুটবল আর ক্রিকেটের দুটি জমকালো বিশ্বকাপ দেখেছে বিশ্ব। ক্রিকেটে টাইগারদের সাফল্য-ব্যর্থতা পাল্লা সমানে সমান। ছেলেদের ফুটবল স্থবির থাকলেও বাংলার মেয়েরা এনে দেয় সাফ শিরোপা। এই বছরে পৃথিবীর মায়া কাটিয়েছেন শেন ওয়ার্ন, আর টেনিস কোর্টকে বিদায় বলেছেন দুই মহাতারকা ফেডেরার আর সেরিনা।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-ই ছিল ২০২২-এর মূল আকর্ষন। ৪ বছর পরপর ফুটবল উৎসবে মাতে বিশ্ব। কাতার বিশ্বকাপকে ইতিহাসের সেরা বলছেন বর্তমান ফিফা সভাপতি থেকে শুরু করে অনেকেই। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল তো তর্কাতীতভাবে সর্বকালের সেরা। অধরা বিশ্বকাপ হাতে তুলেছেন মেসি আর ৩৬ বছর পর ট্রফি গেছে আর্জেন্টিনায়।

ফুটবল বিশ্বকাপের ঠিক আগের মাসে অস্ট্রেলিয়ায় বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শিরোপা জিতে ক্রিকেট দুনিয়ায় একক আধিপত্যের জানান দেয় ইংল্যান্ড। ওয়ানডে আর টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশরা। সীমিত ওভারের ক্রিকেটে এমন দাপট এর আগে দেখা যায়নি।

এবারের আসরই টাইগারদের ইতিহাস সেরা। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটের কোনো বিশ্বকাপে মূলপর্বে ২ জয় আসেনি।

বছরের শুরুটাও ছিল দারুন। নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের ধারা পরে অবশ্য আর ধরে রাখায় যায়নি।

প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সাফল্য ছিল। ৫ সিরিজের ৪টিতেই জয়। ভারত, সাউথ আফ্রিকা, উইন্ডিজের মতো শক্ত দলকে ৫০ ওভারের ম্যাচে হারায় তামিমরা।

শেন ওয়ার্নের চিরবিদায়ের কারণেও ২০২২ স্মরণীয় হয়ে থাকবে। গ্রেটেস্ট লেগস্পিনার যে কীর্তি গড়ে গেছেন, তা অজেয়।

এবছরই নারী সাফ চ্যাম্পিয়নশিপের অধরা ট্রফিটা জিতেছে বাংলাদেশ। প্রথমবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা। দশরথ স্টেডিয়ামে সাবিনা-কৃষ্ণাদের বিজয়গাঁথা পুরো দেশকে উন্মাতাল করে।

মেয়েদের ফুটবল এগোলেও পিছিয়েছে ছেলেদের ফুটবল। ১৮৬ তম অবস্থান থেকে শুরু করে ১৯২ র্যাংকিংয়ে বছর শেষ করেছে জামাল ভূইয়ার দল। এশিয়ান কাপ বাছাইপর্বে ৩ ম্যাচই হেরেছে। ৫টি প্রীতি ম্যাচ খেলে জয় মাত্র ১টিতে।

টেনিস বিশ্ব এ বছরই বিদায় জানিয়েছে সর্বকালের দুই সেরা তারকা রজার ফেদেরার ও সেরিনা উইলিয়ামসকে। দীর্ঘদিন ইনজুরিতে ভুগে ফেডেরার ক্যারিয়ারের আবেগঘন ইতি টানেন।

ইউক্রেনের উপর সামরিক আগ্রাসনে, ক্রীড়াঙ্গনে নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। বিশ্বকাপ ফুটবল, উইম্বলডনসহ নিষিদ্ধ ছিল অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিনশিপে।

বছরের শেষদিকে বয়সভিত্তিক ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব বাংলাদেশের। (

হকিকে এগিয়ে নিতে ২০২২-এ দারুন পদক্ষেপ নেয়া হয়। দেশে এই প্রথম ফ্রাঞ্চাইজি লিগ হয়েছে হকির। পৃষ্ঠপোষকতা ছিল চোখে পড়ার মতো।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *