
মুক্ত জানালা ডেস্ক
ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনদের নিয়ে পৃথিবীবাসীর কৌতূহলের শেষ নেই। কেমন দেখতে এলিয়েনরা, তাদের জীবনযাপনই বা কেমন? তারা কি আমদের মতোই? প্রযুক্তির এই যুগে তারাও কি আমাদের মতো প্রযুক্তি ব্যবহার করে চলে? সম্প্রতি মহাকাশ থেকে পৃথিবীতে এ পড়া এক উল্কাখণ্ডে এক চমকপ্রদ দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। তাদের দাবি, এলিয়েনদেরও নাকি রয়েছে নিজস্ব প্রযুক্তি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজে বলা হয়, মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়া একটি উল্কা থেকে এক দারুণ বস্তু আবিষ্কারের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল জ্যোতির্বিদ। আর সেটি হলো, এলিয়েনের প্রযুক্তির একটি অংশবিশেষ। এ নিয়ে চলছে বিস্তর গবেষণাও।
২০১৪ সালে পাপুয়া নিউগিনির সমুদ্র উপকূলে একটি উল্কার পতন হয়।
গবেষণার জন্য সেই উল্কার কিছু অংশবিশেষ এনেছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আভি লোয়েভ।
আভি লোয়েভ দলবল নিয়ে গবেষণার পর দাবি করেন, সেখানে এলিয়েনের কোনো প্রযুক্তির অংশবিশেষ রয়েছে।
এরই মধ্যে আরও পর্যালোচনা করার জন্য উল্কার এসব অংশ গবেষণাগারে নিয়ে গেছেন দলটি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ কমান্ড বলছে, উল্কার এসব অংশবিশেষ অন্য কোনো সৌরজগতের।
সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে যে উল্কা পড়েছিল, তা একটি বাস্কেটবলের সমান।
লোয়েভ জানান, সাধারণত অন্য কোনো সৌরজগৎ থেকে কোনো উল্কা এলে সেটি আমাদের সৌরজগতের উল্কার দ্বিগুণ গতিতে আসে।