মুক্ত জানালা ডেস্ক

ভিডিও দেখার জনপ্রিয় প্লাটফর্ম ইউটিউব। অনেকেই ইউটিউবে বড় দৈর্ঘ্যের ভিডিও দেখেন। অনেক সময় ভুলে ডিসপ্লেতে ছোঁয়া লেগে অন্য ভিডিও চালু হয় যায়। ফলে সৃষ্টি হয় বিড়ম্বনার। এই সমস্যার সমাধানে ‘লক স্ক্রিন’ সুবিধা নিয়ে আসছে ইউটিউব। এই সুবিধা সাধারণত এমএক্স প্লেয়ারের মতো বিভিন্ন মিডিয়া প্লেয়ারে রয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা চালু হলে ইউটিউবে ভিডিও দেখার সময় ডিসপ্লেতে ‘লক স্ক্রিন’ অপশন দেখতে পারবেন ব্যবহারকারীরা। অপশনটিতে ট্যাপ করলে সুবিধাটি চালু হবে।

ব্যবহারকারীরা চাইলে আবার ‘আনলক স্ক্রিন’ অপশনে ক্লিক করে ‘লক স্ক্রিন’ সুবিধা বন্ধ রাখতে পারবেন।

এরই মধ্যে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইটটি। আগামী ৫ আগস্ট পর্যন্ত ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরা এই সুবিধা পরখের সুযোগ পাচ্ছেন।

এদিকে, প্ল্যাটফর্মেই ভিডিও গেম খেলার সুবিধা নিয়ে আসছে ভিডিও শেয়ারিং সাইটটি। মূলত প্ল্যাটফর্মে ‘প্লেঅ্যাবলস’ নামের একটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। এর মাধ্যমেই খেলা যাবে গেমস।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্লেঅ্যাবলস সুবিধার মাধ্যমে স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারের ব্রাউজার থেকেও গেম খেলা যাবে ইউটিউবে।

বলা যায়, ইউটিউবে ভিডিও দেখার মতো করেই গেমের সুবিধা পাওয়া যাবে। নতুন এই সুবিধা এরই মধ্যে সকল কর্মীকে ব্যবহার করে দেখতে ই-মেইল দিয়েছে ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল।

ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই গেমকে প্রাধান্য দিচ্ছি আমরা। এরই ধারাবাহিকতায় নতুন এই সুবিধার পরীক্ষাও চালিয়েছে ইউটিউব।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *