মুক্ত জানালা ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। নানা কারণে সবসময়ই থাকেন আলোচনা-সমালোচনার তুঙ্গে। রাগ, অভিমান, সুখ কিংবা দুঃখ- সব রকম অনুভূতির বহিঃপ্রকাশ করে ফেলেন বেশ স্পষ্টভাবেই। স্বামী শরিফুল রাজ বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন তিনি। নেপথ্যে স্বামীর ফোন থেকে ফাঁস হওয়া তিন নায়িকার ভিডিও। তাদের আর একসঙ্গে থাকা হবে না এমন ভাষ্য উভয়ের।

পরীমনি ও রাজের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তার মধ্যে আজ শুক্রবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে পরীমনি লিখেছেন, ‘এভাবেই বছর পেরোবে,কাল পেরোবে….যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মত নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’

পোস্টের শেষে পরীমনি তিনটি ইমোজি দেন। একটি দুঃখ, আরেকটি প্রজাপতি আর শেষেরটি ভালোবাসা। পোস্টটিতে সাদা শাড়িতে সজ্জিতা অভিনেত্রী বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন।

ছবি: পরীমনির ফেসবুক থেকে নেওয়া

কিছু দিন আগে ছেলের দশ মাস পূর্ণ হওয়ার আনন্দে পরীর পাশে বসে রাজ্যকে নিয়ে কেক কেটেছেন রাজ। অনেকেই ভেবেছিলেন, মিটমাট হবে দম্পতির। তবে সে জল্পনা উড়িয়ে পরীমণি জানান, বনিবনা সম্ভব নয়। এই ঘটনার দু’সপ্তাহ কাটতে না কাটতেই নতুন মন্তব্য।

ছবি: পরীমনির ফেসবুক থেকে নেওয়া

গত ২৯ মে রাতে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। এর পর থেকেই পরী ও রাজের নতুন ঝামেলার সূত্রপাত।

Muktojanala

সমসাময়িক সকল বিষয়ের মুক্ত তথ্যের অনলাইন প্লাটফর্ম।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *